• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম দিনেই চ্যাম্পিয়ন মীম-নাহিন-নাঈম


ক্রীড়া প্রতিবেদক মে ২২, ২০১৭, ০৬:২২ পিএম
প্রথম দিনেই চ্যাম্পিয়ন মীম-নাহিন-নাঈম

ঢাকা: বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘ওয়ালটন ১২তম ঢাকা আইটিএফ তায়কোয়নদো প্রতিযোগিতা-২০১৭’। সোমবার (২২ মে) জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য তায়কোয়নদো বিশ্বকাপের জন্য খেলোয়াড় নির্বাচন করা হবে এখান থেকেই।

উদ্বোধনী দিনে মহিলা সিনিয়র বিভাগের অনূর্ধ্ব-৫৯ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়ালটন তায়কোয়নদো দলের মীম। সেন্ট্রাল তায়কোয়নদো দলের শানহা হয়েছেন রানার্স-আপ। অনূর্ধ্ব-৬৩ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন সেন্ট্রাল তায়কোয়নদো অ্যাসোসিয়েশনের নাহিন। আর রানার্স-আপ হয়েছেন ওয়ালটন তায়কোয়নদো দলের নাদিবা। পুরুষ সিনিয়র বিভাগের অনূর্ধ্ব-৮৫ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন সেন্ট্রাল তায়কোয়নদো দলের নাঈম। রানার্স-আপ হয়েছেন বসুন্ধরা তায়কোয়নদো দলের সাইদুর রহমান।

চারটি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতা। সেগুলো হল- শিশু বিভাগ ছেলে (৫-১৬ বছর), শিশু বিভাগ মেয়ে (৫-১৬), পুরুষ সিনিয়র বিভাগ (১৮+) ও মহিলা সিনিয়র বিভাগ (১৮+)। সিনিয়র পুরুষদের ৭টি ওজন শ্রেণি, সিনিয়র মহিলাদের ৫টি ওজন শ্রেণি, শিশু ছেলেদের ১১টি ও মেয়েদের ৪টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

সিনিয়র পুরুষদের ওজন শ্রেণিগুলো হল: অনূর্ধ্ব-৫০, অনূর্ধ্ব-৫৪, অনূর্ধ্ব-৬৭, অনূর্ধ্ব-৭১, অনূর্ধ্ব-৭৮, অনূর্ধ্ব-৮৫ ও ৮৫+ কেজি।
সিনিয়র মহিলাদের ওজন শ্রেণিগুলো হল: অনূর্ধ্ব-৪৫, অনূর্ধ্ব-৫১, অনূর্ধ্ব-৫৭, অনূর্ধ্ব-৬৩, অনূর্ধ্ব-৬৯ কেজি।
শিশু ছেলেদের ওজন শ্রেনিগুলো হল: অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-৩০, অনূর্ধ্ব-৩৫, অনূর্ধ্ব-৪০, অনূর্ধ্ব- অনূর্ধ্ব-৪০ ‘এ’, অনূর্ধ্ব-৪০ ‘বি’, অনূর্ধ্ব-৪৫, অনূর্ধ্ব-৪৫ ‘এ’ ও ৮০ কেজি।

প্রতিযোগিতায় অংশ নেওয়া থানা, সংস্থা এবং দলগুলো হল: লালবাগ, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, কেরাণীগঞ্জ, ধানমন্ডি, মিরপুর, সাভার, সেন্ট্রাল তায়কোয়নদো দল, যাত্রাবাড়ি তায়কোয়নদো অ্যাসোসিয়েশন, ওয়ালটন গ্রুপ তায়কোয়নদো দল ও বসুন্ধরা গ্রুপ তায়কোয়নদো দল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!