• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রথম ভারতীয় হিসেবে গোল্ডেন গ্লোব মাতালেন প্রিয়াঙ্কা


বিনোদন ডেস্ক জানুয়ারি ৯, ২০১৭, ১২:৫৪ পিএম
প্রথম ভারতীয় হিসেবে গোল্ডেন গ্লোব মাতালেন প্রিয়াঙ্কা

ঢাকা: ক্যালিফোর্নিয়ার ব্রেভারি হিলসের ব্রেভারি হিল্টনে অনুষ্ঠিত হয়ে গেল গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৭। যেখানে হোস্ট ছিলেন জিমি ফ্যালন। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম কোনো ভারতীয় হিসেবে উপস্থাপনার দায়িত্ব পালন করলেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।   

বলিউডের গণ্ডি মারিয়ে প্রিয়াঙ্কা এখন মাঠ কাঁপাচ্ছেন হলিউডেরও। কোয়ান্টিকো’র মধ্য দিয়ে হলিউডের বাতাস গায়ে মাখলেও সম্প্রতি সুপারস্টার রকের সঙ্গে অভিনয় করেন করেন ‘বেওয়াচ’ নামের একটি সিনেমায়। এছাড়াও বেশকিছু অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। আর এইবার উপস্থাপনার দায়িত্ব পেলেন জৌলুসপূর্ণ ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটিরও!

চলতি বছরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডটি হাতে নিলেন যারা-
সিনেমা-
সেরা ছবি (মিউজিক্যাল)- লা লা ল্যান্ড
সেরা অভিনেত্রী (কমেডি বা মিউজিক্যাল)- এমা স্টোন (লা লা ল্যান্ড)
সেরা অভিনেতা (কমেডি বা মিউজিক্যাল)- রিয়ান গসলিং (লা লা ল্যান্ড) 

সেরা ছবি (ড্রামা)- মুনলাইট
সেরা অভিনেত্রী (ড্রামা)- ইসাবেলা হাপার্ট (এলি)
সেরা অভিনেতা (ড্রামা)- চ্যাসি অ্যাফলেক (ম্যাঞ্চেস্টার বাই দ্য সি)

সেরা পরিচালক- দামেইন চাজেলে (লা লা ল্যান্ড)
সেরা সব অভিনেতা- অ্যারন টেলর জনসন (নকটারনাল অ্যানিম্যালস)
সেরা সহ অভিনেত্রী- ভিয়োলা দাভিস (ফেন্সেস)

সেরা চিত্রনাট্য- দামেইন চাজেলে (লা লা ল্যান্ড)
সেরা অ্যানিমেটেড ফিল্ম- জুটোপিয়া
সেরা বিদেশি ভাষার ছবি- এলি (ফ্রান্স)

সেরা অরিজিনাল স্কোর- জাস্টিন হার্টউইটজ় (লা লা ল্যান্ড)
সেরা অরিজিনাল সং- সিটি অফ স্টার্টস (লা লা ল্যান্ড)

টেলিভিশন-
সেরা ড্রামা সিরিজ- দা ক্রাউন
সেরা অভিনেত্রী (ড্রামা)- ক্ল্যারি ফোয় (দা ক্রাউন)
সেরা অভিনেতা (ড্রামা)- বিলি বব থর্নটন (গোলিয়াথ)

সেরা কমেডি বা মিউজিক্যাল- অ্যাটল্যান্টা 
সেরা অভিনেত্রী (কমেডি বা মিউজিক্যাল)- টেরিস এলিস রস (ব্ল্যাক-ইশ)
সেরা অভিনেতা (কমেডি বা মিউজিক্যাল)- ডোনাল্ড গ্লোভার (অ্যাটল্যান্টা)

সেরা টেলিভিশন মুভি বা মিনি সিরিজ- দা পিপল ভার্সেস ও জে সিম্পসন: অ্যামেরিকান ক্রাইম স্টোরি
সেরা অভিনেত্রী (টেলিভিশন মুভি বা মিনি সিরিজ)- সারা পলসন (দা পিপল ভার্সেস ও জে সিম্পসন: অ্যামেরিকান ক্রাইম স্টোরি)
সেরা অভিনেতা (টেলিভিশন মুভি বা মিনি সিরিজ)- টম হিডেলস্টোন (দা নাইট ম্যানেজার)

সেরা সহ অভিনেত্রী- অলিভা কোলম্যান (দা নাইট ম্যানেজার)
সেরা সহ অভিনেতা- হিউগ লরি (দা নাইট ম্যানেজার)

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!