• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম ভারতীয় হিসেবে বিদেশী টি-২০ লিগে ইউসুফ


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১২, ২০১৭, ০৪:২২ পিএম
প্রথম ভারতীয় হিসেবে বিদেশী টি-২০ লিগে ইউসুফ

ঢাকা: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিদেশী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে চুক্তিবদ্ধ হয়েছেন ইউসুফ পাঠান। আগামী ৮-১২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য হংকং টি-টোয়েন্টি লিগে কোওলুন ক্যানটনসের হয়ে এই অলরাউন্ডার।

ইউসুফ মনে করেন এই লিগে অংশগ্রহণের মাধ্যমে আইপিএল এর আগে দারুন একটি প্রস্তুতিও সম্পন্ন হবে। এজন্য তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড ও বারোদা ক্রিকেট এসোসিয়েশনকেও ধন্যবাদ জানিয়েছেন।

আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে ইতোমধ্যেই প্রমান করেছেন ইউসুফ। হংকংয়ের লিগ প্রসঙ্গে ইউসুফ বলেছেন, আমাকে খেলার সুযোগ করে দেবার জন্য প্রথমেই বিসিসিআই ও বিসিএ’কে ধন্যবাদ জানাতে চাই। আসন্ন এই লিগে খেলার জন্য আমি মুখিয়ে আছি। আশা করছি আইপিএল এর আগে এটা ভাল একটি প্রস্তুতি হবে। এ কারনেই এখানে চুক্তিবদ্ধ হয়েছি।

২০১২ সালে সর্বশেষ ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছেন ৩৪ বছর বয়সী ইউসুফ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!