• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মতো সংস্কৃতি সাংবাদিকতায় প্রশিক্ষণ


বাবুল হৃদয় ডিসেম্বর ১২, ২০১৭, ০৬:২৩ পিএম
প্রথমবারের মতো সংস্কৃতি সাংবাদিকতায় প্রশিক্ষণ

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো সংস্কৃতি সংবাদিকতায় প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট’র (পিআইবি) আয়োজনে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পিআইবির সেমিনার কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহন করেন, দেশের দৈনিক, অনলাইন, টেলিভিশন, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকার সংস্কৃতি বিভাগের ৩৫ জন সাংবাদিক। প্রশিক্ষণ সময়ে সংস্কৃতি সাংবাদিকতার দক্ষতা অর্জন ও সংস্কৃতি সাংবাদিকতা পেশায় আগ্রহী করে তুলতে প্রশিক্ষণ দেন মাহফুজ সিদ্দিকী (সাংবাদিক, লেখক ও গবেষক) ও চিন্ময় মুৎসুদ্দী (লেখক ও সাংবাদিক)। 

প্রশিক্ষণে এসে সেলফিতে মেতেছেন অংশগ্রহনকারীরা

প্রশিক্ষণে এ সময় উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট-এর মহাপরিচালক শাহ আলমগীর। তিনি বলেন, সংস্কৃতি সাংবাদিকতায় প্রশিক্ষণ এটাই প্রথম, আশাকরি এই প্রশিক্ষণ সবাইকে সমৃদ্ধ করবে। 

প্রশিক্ষণে সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন পারভীন সুলতানা রাব্বী (প্রশিক্ষক, পিআইবি)। ঢাকা কালচারাল রিপোটার্স ইউনিটির সদস্যরা প্রশিক্ষণে অংশ নেন। তিন দিনের এই প্রশিক্ষণ চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!