• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথমার্ধে নেইমারদের গোল করতে দেয়নি কোস্টারিকা


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০১৮, ০৭:০৮ পিএম
প্রথমার্ধে নেইমারদের গোল করতে দেয়নি কোস্টারিকা

ঢাকা: রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি ব্রাজিল। আগে গোল করেও সেটি ধরে রাখতে পারেনি সেলেকাওরা। শুক্রবার (২২ জুন) কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এরইমধ্যে শেষ হয়েছে প্রথমার্ধ। কিন্তু এখনও গোলের দেখা মেলেনি নেইমারদের।

এদিন ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার দারুন সুযোগ পেয়েছিল কোস্টারিকা। ডানপাশ থেকে ক্রিশ্চিয়ান গ্যাম্বোয়া দারুণভাবে বলটা বাড়িয়ে দিয়েছিলেন বক্সের মধ্যে দৌঁড়ে যাওয়া ইয়োহান ভেনেগাসের কাছে, তার শট গোলপোস্টের বাম পাশ ঘেঁষে বেরিয়ে যায়।

ম্যাচের ২৫ মিনিটে অসাধারণ শটে কোস্টারিকার জালে বল জড়িয়ে দেন জেসুস। অবশ্য তার আগেই সংকেত দেয়া হয় অফসাইডের। যে কারণে গ্যাব্রিয়েল জেসুসের গোলটি বাতিল হয়ে যায়। ২৮ মিনিটে দুর্দান্ত গতিতে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে শট নেন নেইমার। কোস্টারিকা গোলরক্ষক কেইলর নাভাস কোনোমতে সেটা ফিরিয়ে দেন।

৩২ মিনিটে জেসুসের উদ্দেশে বল উড়িয়ে দেন নেইমার। কিন্তু জেসুস বলে মাথা ছোয়াতে ব্যার্থ হন। পরে কোস্টারিকার ডিফেন্ডার ব্রায়ান অভিয়েদো বল ক্লিয়ার করেন। অফসাইডও ডাকেন রেফারি। ফলে কোস্টারিকার বিপক্ষে ০-০ স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র করে এমনেতেই চাপের মধ্যে আছে ব্রাজিল। তাছাড়া বিশ্বকাপে যেভাবে অঘটন ঘটছে তাতে চিন্তিত ব্রাজিল কোচ তিতে। কোচের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছিলেন নেইমার। তবে সব শঙ্কা কাটিয়ে খেলছেন তিনি।

অনুশীলনে চোট পাওয়ায় দানিলোকে ছাড়াই কোস্টারিকার বিপক্ষে খেলতে হচ্ছে ব্রাজিলকে।

ব্রাজিল একাদশ: আলিসন, থিয়াগো, মিরান্দা, মার্সেলো, কাসেমিরো, পাউলিনিয়ো, ফিলিপে, কৌতিনিয়ো, উইলিয়ান, নেইমার, গাব্রিয়েল জেসুস।

কোস্টারিকা একাদশ : কেইলর নাভাস (গোলরক্ষক), জনি অ্যাকোস্টা, গিয়ানসারলো গঞ্জালেজ, অস্কার দুয়ার্তে, ব্রায়ান অভিয়েদো, ক্রিশ্চিয়ান গ্যাম্বোয়া, সেলসো বোর্গেস, ব্রায়ান রুইজ (অধিনায়ক), ডেভিড গুজম্যান, ইয়োহান ভেনেগাস, মার্কো ইউরেনা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!