• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতি এখনো পদত্যাগপত্র দেননি: সেতুমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০১৭, ১২:২৩ পিএম
প্রধান বিচারপতি এখনো পদত্যাগপত্র দেননি: সেতুমন্ত্রী

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এখন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেননি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১১ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহীতে প্রধান অতিথি হিসেবে গুরুপূরব ও নগর কীর্তন ২০১৭-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

কোনো কোনো গণমাধ্যমে প্রধান বিচারপতির পদত্যাগের খবর প্রকাশের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র আসার আগে নিশ্চিত করে বলতে পারছি না, তিনি পদত্যাগ করেছেন কি-না? পদত্যাগপত্র পাঠাতে হলে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। আমি যতটুক জেনেছি, এখনো রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পৌঁছেনি। আর আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন।

বিএনপির ১২ নভেম্বরের সমাবেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হওয়া ও দলটির আচরণের ওপর সবকিছু নির্ভর করবে। বিএনপি যদি বিশৃঙ্খলা করে, উদ্ভূত পরিস্থিতিতে যা যা করণীয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা করবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!