• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধান বিচারপতি কী স্বেচ্ছায় ছুটিতে?


নিউজ ডেস্ক অক্টোবর ৮, ২০১৭, ০১:৫৪ পিএম
প্রধান বিচারপতি কী স্বেচ্ছায় ছুটিতে?

ঢাকা: বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা এখন এক মাসের ছুটিতে। তার ছুটির দরখাস্ত দেয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে তিনি স্বেচ্ছায় নাকি চাপে পড়ে ছুটিতে গেলেন। এই বিতর্কের কোন সামাধান এখনো মেলেনি।

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক গতসপ্তাহে প্রধান বিচারপতির ছুটির দরখাস্ত সাংবাদিকদের সামনে উপস্থাপন করে দাবি করেন, তিনি স্বেচ্ছায় ছুটিতে গেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত। শনিবারও (৮ অক্টোবর) তিনি একই দাবি করেন। আইনমন্ত্রী বলেন, ‘পুরো বিষয়টা জাতির সামনে পরিস্কার হয়ে গেছে। এ নিয়ে এখন আর কোন বিতর্ক নেই।’ 

অন্যদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন শনিবার সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন, ছুটিতে যাওয়া প্রধান বিচারপতির সঙ্গে বিএনপি সমর্থক আইনজীবীদের দেখা করতে বাধা দেয়ার মধ্যে দিয়েই প্রমাণ হয়েছে, তিনি স্বেচ্ছায় ছুটিতে যাননি, তাকে বাধ্য করা হয়েছে। পরে সংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত উনি (প্রধান বিচারপতি) নিজে কিছু বলছেন না, ততক্ষণ আমরা মনে করছি তাকে চাপ প্রয়োগ করেই ছুটিতে পাঠানো হয়েছে। সাংবাদিকদের অনুরোধ করেছি তার সঙ্গে দেখা করতে।’

সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘দেখেন, আমাদের বিচার বিভাগকে পরিকল্পিতভাবে বিতর্কিত করে ফেলা হচ্ছে। এটা কারো জন্যই মঙ্গলজনক হবে না। প্রধান বিচারপতিকে নিয়ে যা হচ্ছে তা নজিরবিহীন। এটা হওয়া উচিত ছিল না।’

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি নিজেই বিষয়টা পরিস্কার করতে পারেন। আবার অন্যভাবেও এটা হতে পারে। আবার দেখেন, সরকারের পক্ষ থেকে যেভাবে প্রধান বিচারপতির চিঠি সংবাদমাধ্যমে দেয়া হল সেটা একেবারেই সমীচীন হয়নি।’

এদিকে, শনিবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বন্ধু আতিক চৌধুরী। বিকাল সোয়া ৫টার দিকে তিনি প্রধান বিচারপতির বাসায় যান। আতিক চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। তবে তিনি বের হয়ে সাংবাদিকদের কিছু বলেননি।

এছাড়া, শনিবারই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবনে যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিষ্ট্রার অরুণাভ চক্রবর্তী।

এর আগে শুক্রবার সকালে প্রধান বিচারপতির সঙ্গে তার সরকারি বাসভবনে পৃথকভাবে দেখা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল আমিনুল ইসলাম। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন দাবি করেন, ‘গত দুই দিন প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সরকারি বিভিন্ন কর্মকর্তারা সাক্ষাৎ করেছেন। কিন্তু আমাদের সাক্ষাৎ করতে বাধা প্রদান করা হয়। এতেই প্রমাণ হয় প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে যাননি, তাকে বল প্রয়োগ করে ছুটিতে পাঠানো হয়েছে। তারা প্রধান বিচারপতিকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে। তিনি অন্তরীণ।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি অষ্ট্রেলিয়ায় ভিসার জন্য আবেদন করেছেন। ওই দিন সকালে প্রথম প্রকাশ্যে বেরিয়ে তিনি গুলশান-২ নম্বরে অবস্থিত ভিসা সেন্টারে উপস্থিত হয়ে অষ্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেন। ইতোমধ্যেই তিনি ও তার স্ত্রী তিন বছরের জন্য অষ্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। সেখানে প্রধান বিচারপতির বড় মেয়ে বসবাস করেন। সূত্র: ডিডাব্লিউ

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!