• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধান শিক্ষককের ঘুষির জবাবে সহকারি শিক্ষকের জুতা!


লালমনিরহাট প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০১৬, ০৬:৫১ পিএম
প্রধান শিক্ষককের ঘুষির জবাবে সহকারি শিক্ষকের জুতা!

লালমনিরহাট: ব্যক্তিগত দ্বন্দ্ব জড়িয়ে প্রধান শিক্ষকের কিল ঘুষির জবাবে সহকারি শিক্ষক প্রধান শিক্ষককে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। গত ৮ ডিসেম্বর জেলার পাটগ্রাম উপজেলার বাউরা পাবিলক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষের ভেতর এ ঘটনা ঘটে।

এদিকে প্রধান শিক্ষক আজিজার রহমানের ঘুষিতে সহকারি শিক্ষক  আতোয়ার ঠোঁট ফেটে আহত হয়েছেন। রোববার (১১ ডিসেম্বর) বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি জরুরি সভা ডেকেও পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, সহকারি শিক্ষক আতোয়ার হোসেনের সঙ্গে দীর্ঘ দিন ধরেই প্রধান শিক্ষককের বনিবনা হচ্ছিল না। এরই জের ধরে গত ৮ ডিসেম্বর প্রধান শিক্ষককের কক্ষে তুচ্ছ ঘটনায় উভয়ের মধ্যে কথাকাটিকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক আজিজার রহমান তার স্কুলের সহকারি শিক্ষক আতোয়ার হোসেন সরকারকে সজোড়ে ঘুষি মারে। এসময় আতোয়ার রহমান মেঝেতে পড়ে গিয়ে ঠোঁট ফেটে গেলে পাল্টা জবাব হিসেবে তিনিও পায়ের জুতা খুলে প্রধান শিক্ষককে ছুঁড়ে মারেন। পরে অন্য শিক্ষকরা উভয়কে থামিয়ে দিয়ে আহত শিক্ষক আতোয়ার রহমানকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হলেও গত ৯ ডিসেম্বর রাতে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আহত শিক্ষক আতোয়ার।

ঘটনার সত্যতা স্বীকার করে সহকারি শিক্ষক আতোয়ার হোসেন বলেন, প্রধান শিক্ষকের ঘুষিতে আমার ঠোঁট ফেটে গেলে আমি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেই। পরে শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে এনিয়ে পাটগ্রাম থানায় অভিযোগ করেছি।

প্রধান শিক্ষক আজিজার রহমান বলেন, সহকারি শিক্ষক আতোয়ার রহমান বাউড়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি হওয়ার সুবাদে তাকে নানাভাবে হয়রানির চেষ্টা করে আসছেন। ঘটনার দিন আতোয়ার হোসেন প্রথম তাকে ঘুষি মারে বলে দাবি প্রধান শিক্ষকের।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকার কর সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় সহকারি শিক্ষক আতোয়ার হোসেন সরকার একটি অভিযোগ দিয়েছেন।

পাটগ্রাম উপজেলা আ.লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম নাজু মুঠোফোনে জানান, বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Wordbridge School
Link copied!