• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী বলেছেন কোটা থাকবে না: ছাত্রলীগ


নিজস্ব প্রতিবদেক এপ্রিল ১১, ২০১৮, ০১:৪৪ পিএম
প্রধানমন্ত্রী বলেছেন কোটা থাকবে না: ছাত্রলীগ

ফাইল ছবি

ঢাকা: সরকারি চাকরিতে কোনো কোটা ব্যবস্থা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই দাবি করেছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বুধবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন সংগঠনটির এই দুই নেতা।

তারা বলেন, ‘বুধবার সকালে আমরা (সভাপতি ও সাধারণ সম্পাদক) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। সেখানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সব তথ্য তুলে ধরেছি। সব শুনে তিনি বলেছেন, সরকারি চাকরিতে আর কোনো কোটা থাকবে না। মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।’

জাকির বলেন, প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন, সরকারি চাকরিতে কোনও ধরনের কোটা থাকবে না। তিনি আজ (বুধবার) বিকালে সংসদে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’

এদিকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ফেসবুকে এ নিয়ে তারা আলাদা স্যাটাসও দিয়েছেন। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!