• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যেই বিমানে ত্রুটি’


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০১৬, ০৩:৪৯ পিএম
‘প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যেই বিমানে ত্রুটি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই বিমানে ত্রুটি সৃষ্টি করে রাখা হয়েছিল বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতারা। তারা অবিলম্বে ওইসব ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

শনিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনের নেতারা এ বক্তব্য তুলে ধরেন।

তারা আরও অভিযোগ করেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বিএনপি জামায়াতের মদদপুষ্ট কর্মকর্তারা রয়েছেন। তারাই বার বার প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে এর আগে ১৯ বার হত্যা চেষ্টা চালানো হয়েছে। আল্লাহর রহমতে তিনি বারবার বেঁচে গেছেন। একুশ আগস্ট গ্রেনেড হামলার এখনো বিচার হয়নি। অবিলম্বে দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক ইনসুর আলী বলেন, শেখ হাসিনাকে হত্যার জন্যই বিমানে ত্রুটি সৃষ্টি করে রাখা হয়েছিল। এর সুষ্ঠু বিচার হওয়া দরকার।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!