• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের অনশন প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০১৮, ০৫:১৬ পিএম
প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের অনশন প্রত্যাহার

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে টানা ছয়দিন পর আমরণ অনশন প্রত্যাহার করেছেন আন্দোলনরত নন-এমপিও শিক্ষকরা। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও শিক্ষা সচিব জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শিক্ষকদের অনশন ভাঙান।

এমপিওভুক্তির দাবিতে শুক্রবারও ষষ্ঠদিনের মতো অনশন কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা। সারাদেশে নন-এমপিওভুক্ত ৫ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৮০ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন।

গত ৩১ জানুয়ারি (রোববার) থেকে প্রেসক্লাবের সামনে আমরণ কর্মসূচি শুরু করেন নন এমপিও শিক্ষকরা। এর আগে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সেখানে গিয়ে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

কিন্তু শিক্ষামন্ত্রীর সেই আশ্বাসে ভরসা রাখতে পারেননি আন্দোলনরত শিক্ষকরা। তাদের দাবি ছিল, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাস আসতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!