• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাছে মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটি অব জোহর অনুদান


মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া আগস্ট ৩১, ২০১৭, ০৯:৫৮ পিএম
প্রধানমন্ত্রীর কাছে মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটি অব জোহর অনুদান

ঢাকা: বন্যার্তদের সহযোগীতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে মালয়েশিয়ার জোহর প্রদেশের বাংলাদেশ কমিউনিটি।

বুধবার (৩০ আগষ্ট) কমিউনিটির নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পাঁচ লাখ টাকার এ চেক তুলে দেন।

এসময় বাংলাদেশ কমিউনিটি অব জোহর মালয়েশিয়ার সভাপতি এস এম আহমেদ, মো. ফাহিম, সারফিন মিয়া, মো. শামিম ও জিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গত ২৪ আগস্ট বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর হাতে ত্রাণ তুলে দেন কমিউনিটির নেতারা।

এর আগে মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটি অব জোহরের পক্ষ থেকে কুড়িগ্রামের বন্যাদুর্গত এলাকায় গিয়ে পাঁচ লাখ টাকা মুল্যের ত্রাণ বিতরণ করা হয়। এ ত্রাণ বিতরণে জোহর কমিউনিটি’র পক্ষ থেকে ছিলেন আরজু শেখ জনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!