• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা হবে


নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০১৭, ০৫:২৪ পিএম
প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা হবে

ঢাকা: সংবিধানে প্রয়োজনীয় সংশোধনীর মাধ‌্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম‌্য আনার প্রস্তাবনা দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে।

বুধবার (১০ মে) বিকেল ৫টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিশন ২০৩০ নিয়ে বিস্তারিত তুলে ধরতে গিয়ে এ প্রস্তাবনা দেন।

বিদ‌্যমান সাংবিধানিক কাঠামোয় প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা এককভাবে প্রধানমন্ত্রীর ওপর ন‌্যস্ত উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এরূপ ব‌্যবস্থা সংসদীয় সরকার পদ্ধতির স্বীকৃত রীতির পরিপন্থী। সাম্প্রতিক বছরগুলোর অভিজ্ঞতায় দেশবাসী গভীরভাবে এটা উপলব্ধি করেছে।

চেয়ারপারসন ক্ষমতার ভারসাম্য আনতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করার পরিকল্পনার কথা বলেন। একই সঙ্গে সংবিধান সংশোধন করে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা ও জাতীয় সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রস্তাবনাও রূপকল্পে উল্লেখ করেছেন।

সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস‌্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব‌্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসরাম, ব‌্যারিস্টার জমির উদ্দিন সরকার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, ব‌্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!