• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক আটক


নোয়াখালী প্রতিনিধি ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ০২:২৮ পিএম
প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক আটক

নোয়াখালী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে লোকজনের মাঝে ছড়িয়ে দেয়ার অভিযোগে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে এমদাদ উল্যা (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে চরমন্ডলিয়া বাজারের ‘মা’ টেলিকম থেকে তাকে আটক করা হয়। আটককৃত এমদাদ উল্যা কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চরযাত্রা গ্রামের ওমর ফারুকের ছেলে।

পুলিশ জানায়, এমদাদ ইন্টারনেট থেকে প্রধানমন্ত্রীর বিকৃত কিছু ছবি ডাউনলোড করে। গত কয়েকদিন ধরে ওই ছবিগুলো কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে দোকানে যাওয়া গ্রাহকদের মাঝে ছড়িয়ে দেয় এমদাদ। পরে শনিবার দিবাগত রাতে স্থানীয় লোকজন এমদাদকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এমদাদকে আটক করে থানায় নিয়ে আসে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আটককৃত এমদাদ উল্যার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলার দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!