• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তেলের দাম কমবে, আশা অর্থমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৮, ২০১৬, ০৬:০৬ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তেলের দাম কমবে, আশা অর্থমন্ত্রীর

ঢাকা: জ্বালানি তেলের দাম কমানোর কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে । তিনি বলেন, আশা করি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হলে আগামী জানুয়ারি মাসে তিনি জ্বালানি তেলের দাম কমানো বিষয়ে সিদ্ধান্ত দবেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশের চেক গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছর অর্থনীতির অবস্থা খুব ভালোভাবে যাচ্ছে। যদিও অর্থবছরের প্রথম ছয়মাস পার হয়েছে, আরও ছয়মাস বাকি আছে। অর্থবছর শেষে আমাদের জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ। তিনি আরও বলেন, সাধারণ বীমা করপোরেশন তাদের লভ্যাংশের ৩০ কোটি টাকার চেক হস্তান্তর করেছে। গত বছর এর পরিমান ছিলো ২৫ কোটি টাকা। আগামী বছর সাধারণ বীমা করপোরেশনের কাছ থেকে এর চেয়ে বেশি লভ্যাংশ পাবো বলে আশা করছি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!