• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে চন্দ্রিকা কুমারাতুঙ্গার সাক্ষাৎ


বিশেষ প্রতিনিধি মে ২৪, ২০১৭, ০৬:১৮ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে চন্দ্রিকা কুমারাতুঙ্গার সাক্ষাৎ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা। আজ বুধবার (২৪ মে) দুপুরে গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন চন্দিকা কুমারাতুঙ্গা।

সাক্ষাতকালে তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় তারা নিজ নিজ রাজনৈতিক দলের বিষয়েও আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, দুই নেত্রী তাদের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও বিনিময় করেন।

বাংলাদেশের সমাজের বিভিন্ন দিক অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চন্দ্রিকাকে বলেন, ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে এখানে সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং একসঙ্গে প্রত্যেক উৎসবে যোগ দিচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

কুমারাতুঙ্গা ৪ দিনের সফরে গত ২১ মে ঢাকায় আসেন। লন্ডনভিত্তিক গ্লোবাল লিডারশিপ ফাউন্ডেশনের একটি কর্মসূচিতে যোগ দিতে মূলত তার এ সফর।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!