• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে নিশার বৈঠক


নিজস্ব প্রতিবেদক জুলাই ১১, ২০১৬, ০৬:৪৭ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে নিশার বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। সোমবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে নিশা দেশাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন সফররত নিশা দেশাই বিসওয়াল। তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, কোন কোন বিষয়ে সহযোগিতা লাগবে, এটা পরে জানানো হবে।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জুলাইয়ের জঙ্গি হামলা-পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য দু’দিনের সফরে নিশা দেশাই রবিবার সকালে ঢাকায় আসেন।

এরপর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে তিনি বৈঠক করেন।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!