• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন শাবানা


বিনোদন প্রতিবেদক জুলাই ২৪, ২০১৭, ০৫:১৬ পিএম
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন শাবানা

ঢাকা: বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বড় আর গৌরবের পুরস্কার হিসেবে সমাদৃত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন বিভাগে বছরের সেরা চলচ্চিত্রকে দেয়া হয় এই পুরস্কার। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোকে নিয়ে সোমবার(২৪ জুলাই) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এবারের জাতীয় চলচ্চিত্র বিতরণ অনুষ্ঠান। যেখানে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা।

২০১৫ সালের সেরা চলচ্চিত্র ও সেরা শিল্পী-কলাকুশলীদের নাম ঘোষণা হয়েছে গেল ১৮ মে। ঘোষণা অনুযায়ি সোমবার  বিকাল সাড়ে চারটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আয়োজন। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকাল পাঁচটায় চিত্রনায়িকা শাবানার হাতে আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/ 

Wordbridge School
Link copied!