• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রবৃদ্ধি ৭.৪ শতাংশের আশা মুহিতের


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০১৭, ০২:৪২ পিএম
প্রবৃদ্ধি ৭.৪ শতাংশের আশা মুহিতের

ঢাকা: নতুন অর্থবছরের (২০১৭-১৮) মোট দেশজ উৎপদান (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭.৪ শতাংশ হবে বলে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ লক্ষ্য অর্জনে রাজস্ব আদায় বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন মুহিত। রাজস্ব আয়, বিনিয়োগ ও বৈদেশিক সাহায্য বৃদ্ধি, রপ্তানি আয় ও প্রবাসী আয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের আশা করে প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা ধরেছেন তিনি।

চলতি (২০১৬-১৭) বাজেটে ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, নয় মাসের প্রাক্কলন অনুযায়ী ৭ দশমিক ২৪ শতাংশ অর্জিত হওয়ার কথা সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে। তার আগের বছরে (২০১৫-১৬) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল ৭ শতাংশ। অর্জিত হয় ৭ দশমিক ১১ শতাংশ।

বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল ৩ লাখ ৪০হাজার ৬০৫ কোটি টাকা। কাটছাঁটের পর সংশোধিত বাজেট দাঁড়ায় ৩ লাখ ১৭ হাজার কোটি টাকা।

সোনালীনিউজ/ঢাকা/তালেব

Wordbridge School
Link copied!