• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রভার ‘হঠাৎ দুঃসময়’


বিনোদন প্রতিবেদক অক্টোবর ১, ২০১৬, ০৩:৪৬ পিএম
প্রভার ‘হঠাৎ দুঃসময়’

একটি প্রাচীন রাজবাড়ি। একজন খ্যাতনামা আলোকচিত্রী তার শিষ্যদের নিয়ে সেখানে আস্তানা গেঁড়েছেন। উদ্দেশ্য ফটোগ্রাফি। হঠাৎ সেখানে নেমে আসে দুঃসময়! এক শিক্ষিকাকে কিডন্যাপ করা হয়। পরে জানা যায়, সেই শিক্ষিকার স্বামী কিডন্যাপার মারুফকে পাঠিয়েছে স্ত্রীকে খুন করার জন্য। এক পর্যায়ে আসল সত্য বেরিয়ে আসে। এভাবেই গল্পের জাল বোনা হয়েছে নাটক ‘হঠাৎ দুঃসময়’-এর। 

নাটকটিতে শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রভা। তার বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ। 

সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়ার এক জমিদার বাড়িতে নাটকটি শুটিং হয়েছে। ‘হঠাৎ দুঃসময়’ রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং যৌথভাবে পরিচালনা করেছেন কাজী সাইফ আহমদে এবং অনিক বিশ্বাস। এতে আরও অভিনয় করেছেন তানভীর মাসুদ, রাবিনা বৃষ্টি, অবান্তিকা মায়া, সুবর্ণা সাঈদ, সোহাগ বিশ্বাস, সাহিল সাগর, রুহুল আমীন প্রমুখ। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!