• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের সেবায় কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী


বিশেষ প্রতিনিধি জুন ২১, ২০১৭, ১০:০৩ এএম
প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের সেবায় কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। লব্ধ জ্ঞান মানুষের সেবায় কাজে লাগাতে হবে। আইসিটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষকদের মান উন্নয়নে কাজ করতে হবে।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর পলাশীতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সম্মেলন কক্ষে ব্যানবেইসের নতুন নিয়োগপ্রাপ্ত সহকারি প্রোগ্রামারদের ওরিন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা আইসিটি ট্রেইনিং অ্যান্ড রিসোর্চ সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)-এর ৪৪ জন সহকারি প্রোগ্রামার এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজন মানসম্পন্ন ভাল শিক্ষক। সরকার তাই শিক্ষকদের মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে। দেশের সকল উপজেলায় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আইসিটি ট্রেইনিং অ্যান্ড রিসোর্চ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে ১২৫টি উপজেলায় ইউআইটিআরসিই স্থাপন করা হয়েছে। আরো ১৬০টি উপজেলায় নির্মাণ কাজ প্রক্রিয়াধীন আছে। তৃতীয় ধাপে দেশের অবশিষ্ট সকল উপজেলায় ইউআইটিআরসিই স্থাপন করা হবে। তিনি বলেন, এই রিসোর্চ সেন্টারগুলো উপজেলা পর্যায়ে সকল শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আইসিটি প্রশিক্ষণ প্রদান করবে।

শিক্ষামন্ত্রী বলেন, ’ডিজিটাল’ শব্দ নিয়ে এক সময় ঠাট্টা-মশকরা করা হতো। দেশের সর্বক্ষেত্রে এখন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেবা প্রদান করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আইসিটির ব্যবহার বাড়ানো হচ্ছে।

ব্যানবেইসের পরিচালক মো. ফসিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর এবং কোর্সের পরিচালক এস এম মোর্শেদ বিপুল বক্তব্য দেন।


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!