• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রশ্ন ফাঁসের অভিযোগে হাতীবান্ধায় শিক্ষক আটক


হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৮:১৮ পিএম
প্রশ্ন ফাঁসের অভিযোগে হাতীবান্ধায় শিক্ষক আটক

লালমনিরহাট : হাতীবান্ধায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আওলাদ হোসেন (৩৮) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আওলাদ বড়খাতা উচ্চ বিদ্যালয়ের ল্যাব অ্যাসিস্ট্যান্ট শিক্ষক ও মধ্য গড্ডিমারী এলাকার আব্দুস ছামাদের ছেলে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, বড়খাতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষক আওলাদের আচরণ সন্দেহজনক হলে তাকে আটক করা হয়। এ সময় তার মোবাইল ফোনে একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পাওয়া যায়। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় বড়খাতা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব জাহদুল ইসলাম বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!