• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রসঙ্গ খান আতাউর: সংবাদ সম্মেলন ডেকেছে চলচ্চিত্র পরিবার


বিনোদন প্রতিবেদক অক্টোবর ১৮, ২০১৭, ০৯:৪৭ এএম
প্রসঙ্গ খান আতাউর: সংবাদ সম্মেলন ডেকেছে চলচ্চিত্র পরিবার

ঢাকা: প্রয়াত প্রখ্যাত নির্মাতা, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজক ও অভিনেতা খান আতাউর রহমানকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন নাট্যজন-মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

কয়েকদিন ধরে এ নিয়ে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা। এবার এই ইস্যুতে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। 

‘আবার তোরা মানষ হ’ ছবির একটি দৃশ্য

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে  সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় উপস্থিত থাকবেন চলচ্চিত্রের মানুষেরা। এ সময়  খান আতার ‘আবার তোরা মানুষ হ’ ছবিটি দেখানো হবে। এর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।  

চলচ্চিত্র পরিবারের আহবায়ক অভিনেতা ফারুকের নেতৃত্বে সংবাদ সম্মেলনের ট্যাগলাইন থাকছে ‘দুঃখের কিছু কথা বলতে চাই’। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সাংস্কৃতিক অভিবাসী সমাবেশে খান আতাউর রহমান সম্পর্কে বাচ্চু বলেন, “খান আতা রাজাকার। আমি না হলে খান আতা বাঁচতো না, আমি না হলে খান আতা ৭১-এর ১৬ ডিসেম্বরে মারা যায়। ‘আবার তোরা মানুষ হ’ (খান আতা পরিচালিত ছবি) এটাতো নেগেটিভ ছবি। মুক্তিযোদ্ধাদের বলছে আবার তোরা মানুষ হ। আরে তুই মানুষ হ। তোকে মানুষ হতে হবে। তুই রাজাকার ছিলি।'

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!