• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে ঘানার সঙ্গে ড্র বাংলাদেশের


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ১০:২৩ পিএম
প্রস্তুতি ম্যাচে ঘানার সঙ্গে ড্র বাংলাদেশের

ঢাকা: আর মাত্র চারদিন পরেই রাজধানীর মওলানা ভাষানী হকি স্টেডিয়ামের টার্ফে গড়াবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। সেখানে শক্তিশালী মালয়েশিয়াকে দিয়ে বাংলাদেশের শুরু হবে তৃতীয় রাউন্ডে যাওয়ার মিশন। তার আগে নিজেদের পরখ করতে ঘানার সাথে প্রস্তুতি ম্যাচ খেললো জিমিরা। খেলাটি অবশ্য ড্র হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ঘানার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ দল। স্বাগতিক দলের মিলন হোসেন এবং মামুনুর রহমান চয়ন ১টি করে গোল করেন। দু’দলের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী বুধবার।

উল্লেখ্য, বিশ্ব হকির র‌্যাঙ্কিংয়ে ঘানার অবস্থান ৩৮। শক্তির বিচারে এগিয়ে থাকা বাংলাদেশের অবস্থান ৩২ নম্বরে। ওয়ার্ল্ড হকি লীগের ঘানার অবস্থান বাংলাদেশের বিপরীত পুলে হওয়ায় প্রস্তুতির শেষ ভরসা হিসেবে তাদের সঙ্গেই দেশের মাটিতে প্রস্তুতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!