• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
বিপুল অধিকারীর কবিতা

প্রস্থান


সাহিত্য-সংস্কৃতি ডেস্ক মে ৪, ২০১৭, ১২:৩১ এএম
প্রস্থান

----------------------------------------------------
নগ্নতাকে চুম্বন ক’রে প্রগাঢ়,
জলপ্রপাতের মুখোমুখি দাঁড়াই; 
অতঃপর ধূলিঝড় ছায়া পেতে দেয়
অগ্নি-অরণ্যের। 
মৃত্যুর মত অবিচ্ছেদ্য পাহাড় এক 
থমকে যায়, আমারই দু’ চোখের 
মুগ্ধ দৃষ্টিতে, অকস্মাৎ।
আমি দর্শন করি বিশ্বব্রহ্মাণ্ড, গ্রহ নক্ষত্র, 
সৌর জগতের আদি অন্ত;
রুদ্ধ নিঃশ্বাস আমাকে পথ দেখায়, অনন্ত যাত্রার, 
এক বর্ণনাতীত আলোকের ঝর্ণাধারার—
আমি সে পথেই প্রস্থান করি।
--------------------------------------------------

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!