• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রাইভেটকার খাদে পড়ে গ্যারেজ কর্মচারী নিহত


আলমগীর হোসেন, গাজীপুর আগস্ট ৭, ২০১৭, ০৩:৩২ পিএম
প্রাইভেটকার খাদে পড়ে গ্যারেজ কর্মচারী নিহত

ফাইল ছবি

গাজীপুর: প্রাইভেটকার মেরামতের পর বের হন ট্রায়ালে। শেষে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে নিহত হন গ্যারেজ কর্মচারী আরাফত। এঘটনায় আহত হন আরো দুই জন।

ঘটনাটি ঘটেছে সোমবার (৭ আগষ্ট) সকালে গাজীপুর মহানগরীর সুরাবাড়ি ব্রীজ এলাকায়।

নিহত আরাফাত গাজীপুরের টঙ্গী মন্নুনগর এলাকার আব্দুর রবের ছেলে এবং আহতরা হলো- গ্যারেজ কর্মচারী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খরমা নতুনবাজার এলাকার মোক্তার আলীর ছেলে জুয়েল (২০) ও গ্যারেজ মিস্ত্রী একই জেলার বকশিগঞ্জ উপজেলার শান্তিনগর এলাকার ঈমান আলীর ছেলে মো. বাবু মিয়া (১৫)।

জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই মো. ফজলুল হক জানান, ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকার ফখরুল ইসলামের গ্যারেজে একটি প্রাইভেটকার মেরামত করে। মেরামতের পর প্রাইভেটকাটি নিয়ে আরাফাত, জুয়েল এবং বাবু সকালে কাশিমপুর সড়কে ট্রায়ালে বের হয়। পরে প্রাইভেটকারটি কাশিমপুরের সুরাবাড়ি ব্রীজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পরে এলাকাবাসী প্রাইভেটকার থেকে ওই তিন কর্মচারীকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত. ঘোষণা করেন। বাকি দুজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!