• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রাকৃতিক দুর্যোগ রক্ষায় বেঁড়িবাধ নির্মাণের দাবি


নিজস্ব প্রতিবেদক জুন ৪, ২০১৬, ০৫:২৮ পিএম
প্রাকৃতিক দুর্যোগ রক্ষায় বেঁড়িবাধ নির্মাণের দাবি

ঘূর্ণিঝড় রোয়ানুর মত প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে উপকূলীয় এলাকায় জরুরী ভিত্তিতে বেঁড়িবাধ নির্মাণ করার দাবি জানিয়েছে উপকূলীয় এনজিও জোট।

শনিবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে জোটের নেতারা এ দাবি জানান। জাতীয় বাজেটে উপকূলবাসীকে মূল্যায়ন না করার প্রতিবাদে উপকূলীয় এনজিও জোট এ মানববন্ধন আয়োজন করে।

জোটের নেতারা বলেন, ‘রোয়ানুতে উপকূলীয় এলাকায় বিস্তর ক্ষতি হয়েছে। শুধুমাত্র কুতুবদিয়াতেই ক্ষতি হয়েছে ৫০০ কোটি টাকার সম্পদ। এখনও পানির নীচে রয়েছে কয়েক লক্ষ লোক। অথচ এই ক্ষতি পূরণে সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। নতুন বাজেট প্রস্তাবনাতেও এর যথাযথ প্রতিফলন হয়নি।’

নেতারা আরও বলেন, শুধু প্রবৃদ্ধির স্বাস্থ্য নয়, বাজেটে উপকূলীয় জনগোষ্ঠি রক্ষারও ব্যবস্থা থাকতে হবে। ভোলা, কক্সবাজার, নোয়াখালীসহ মেঘনার আশপাশ এলাকায় জরুরী ভিত্তিতে বেঁড়িবাধ নির্মাণে জরুরী উদ্যোগ নিতে হবে। তা না হলে এসব এলাকার মানুষজন ও গাছপালা রক্ষা করা যাবে না।

মানববন্ধনে অর্পন, উদয়ন বাংলাদেশ, কৃষাণী, দ্বীপ উন্নয়ন, প্রাণ, সিডিপি ও হিউম্যানিটি ওয়াচসহ ২৬টি এনজিও’র প্রতিনিধিরা অংশ নেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!