• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রামাণ্যচিত্রে আব্দুল হাদীর জীবন ও কর্ম


বিনোদন প্রতিবেদক নভেম্বর ১৪, ২০১৬, ০৫:১৯ পিএম
প্রামাণ্যচিত্রে আব্দুল হাদীর জীবন ও কর্ম

ঢাকা: আধুনিক বাংলা গানের কিংবদন্তি শিল্পী আব্দুল হাদী। গত ১০ আগস্ট নতুনভাবে তার ৪৫টি গান নিয়ে চারটি অ্যালবামে প্রকাশিত হয় গানের সংকলন। ওই প্রকাশনা অনুষ্ঠানেই আমন্ত্রিত অতিথিরা উপভোগ করেন শিল্পীর জীবনী নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র। যা এবার দর্শকদের জন্যও উন্মুক্ত হলো।

শিল্পী আব্দুল হাদীর উপর নির্মিত ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামের প্রামাণ্যচিত্রটি তার ভক্ত অনুরাগীরা এখন চাইলেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স-এ (banglaflix.com.bd)-এ গিয়ে দেখতে পারবেন। বাংলা ঢোলের প্রযোজনায় নির্মিত প্রামাণ্যচিত্রটিতে উঠে এসেছে শিল্পীর ব্যক্তিগত ও কর্মজীবন। ৩৫ মিনিট ব্যাপ্তির এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন সাদাত হোসাইন। 

অন্যদিকে চারটি সিডিতে প্রকাশিত আব্দুল হাদীর গানগুলো যে কেউ চাইলেই মুঠোফোন থেকে ৪৬৪৬ নাম্বারে ডায়াল করে শুনতে পারবেন যেকোনো সময়। পাশাপাশি বাজারেও পাওয়া যাচ্ছে অ্যালবাম। অচিরেই একাধিক গানের ভিডিওচিত্রও প্রকাশ হবে।
 

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!