• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রোটিয়া পরিচয় পাল্টে বনে গেলেন ইংরেজ!


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৮, ২০১৬, ১২:৫৪ পিএম
প্রোটিয়া পরিচয় পাল্টে বনে গেলেন ইংরেজ!

ভারত সফরে টেস্ট সিরিজে নাকানি চুবানি খাচ্ছে ইংল্যান্ড। হারের বৃত্তে থাকা ইংলিশরা বৃহস্পতিবারই খেলতে নামবে চতুর্থ টেস্ট। এই অবস্থায় আনকোরা কেটন জেনিংসকে দলে ভেড়াচ্ছে সফরকারীরা। মুম্বাইয়ে চতুর্থ টেস্টে জেনিংসের অভিষেকটা যে এক প্রকার নিশ্চিত তা জানিয়েছেন অধিনায়ক অ্যালিস্টার কুক। 

জন্ম দক্ষিণ আফ্রিকায়। বেড়ে উঠেছেনও সেখানে। ক্রিকেটে হাতেখড়ি থেকে পূর্নাঙ্গ ক্রিকেটারও বনেছেন ওই দক্ষিণ আফ্রিকাতেই। এমন কি  জম্ম ভূমির হয়ে অনুর্ধ্ব ১৯ দলের নেতৃত্বও দিয়েছিলেন। পাক্কা দক্ষিণ আফ্রিকান হয়েও কেটন জেনিংস নিজের প্রোটিয়া পরিচয় পাল্টে বনে গেলেন ‘ইংরেজ!

হা, তাইতো হলো। জেনিংস এখন ইংল্যান্ডের হয়ে টেস্ট  অভিষেকের অপেক্ষায় আছেন। আজ সেটাও পুরণ হয়ে গেল। হাসিব হামিদের চোটের কারণে দলে সুযোগ পেয়েছেন এই ওপেনার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ  (০৮ ডিসেম্বর) বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে ইংলিশদের বাঁচা-মরার লড়াইয়ে ওপেনিংয়ে কুকের সঙ্গি জেনিংস। তবে অভিষেক ম্যাচই নিজেকে চেনালেন এই তরুন। খেলেছেন অপরাজিত ১১২ বলে ৬৫ রানের ইনিংস। ভারতের বিপক্ষে ইংল্যান্ড টসে জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেন অ্যালিস্টার কুক। ১ উইকেট হারিয়ে ৩১ ওভারে করেন ১১৭ রান।

পাঁচ ম্যাচের ভারত-ইংল্যান্ড সিরিজের তিনটি টেস্ট হয়ে গেছে। ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। রাজকোটে প্রথম টেস্টে অসাধারণ পারফরম্যান্সের পর বিশাখাপত্তনম ও মোহালিতে রীতিমতো আত্মসমর্পণই করেছে ইংলিশরা। মুম্বাইয়ে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচটি অ্যালিস্টার কুকের দলের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। হঠাৎ করেই দলে সুযোগ পাওয়া ‘প্রোটিয়া’ জেনিংস হয়তো ইংল্যান্ডের অস্তিত্বের লড়াইয়ের গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছেন।

বাঁহাতি এই ব্যাটসম্যান মুম্বাইয়ে কুকের সঙ্গে ইংল্যান্ডের ইনিংস উদ্বোধন করেন তিনি। তবে দলে হঠাৎ করে ডাক পাওয়াতে সুযোগে অবাক হয়েছেন জেনিংস নিজেও। এখনো তাঁর ইংরেজি উচ্চারণে দক্ষিণ আফ্রিকার টান রয়ে গেছে। তারপরও ইংল্যান্ড দলে তিনি নিজেকে আগন্তুক মনে করেন না, ‘এই মুহূর্তে আমি নিজেকে খুব করেই ইংলিশ ভাবছি। দলে আমার কোনো অসুবিধাও হচ্ছে না। যদিও আমার ইংরেজি উচ্চারণ মোটেও ইংরেজদের মতো নয়।’

জেনিংসের মা ইংরেজ। জোহানেসবার্গে জন্ম নেওয়া জেনিংস ২০১১ সালে হাইস্কুল পাশ করে চলে আসেন ইংল্যান্ডে। বাস করা শুরু করেন স্থায়ীভাবেই। চার বছরের বেশি সময় ধরে ইংলিশ কাউন্টি ক্রিকেটে পারফর্ম করার পর ‘ইংলিশ’ হিসেবেই সুযোগ পেয়ে গেলেন ইংল্যান্ড টেস্ট দলে। ইংল্যান্ড দলে সময়টা উপভোগই করছেন তিনি, ‘সুযোগটা আমি পেশাদারির সঙ্গে কাজে লাগাতে পারব কিনা জানি না, তবে আমি ইংল্যান্ড দলে কিন্তু ভালোবাসাই পাচ্ছি। দলের সবাই আমাকে ভালোভাবেই নিয়েছে।’

ইংলিশ কাউন্টি ক্রিকেটে ডারহামের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স তাঁর। নির্বাচকদের মনোযোগটা আকর্ষণ করে ফেলেছিলেন আগেই। উত্তর-পূর্ব ইংল্যান্ডে বাড়ি করে থিতু হওয়া জেনিংস ইংল্যান্ডের হয়ে খেলার জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছেন দারুণভাবেই।

জাতীয়তাবোধের বাধাটা তিনি কাটাবেন কীভাবে, দিয়েছেন সেই ব্যাখ্যাও , ‘আসলে কোনো জায়গায় বেশিদিন কাটিয়ে ফেললে, আপনি নিজেকে সেই জায়গারই একজন ভাবতে শুরু করবেন। আমি ধন্য যে ইংল্যান্ডে আমাকে ভালোবাসা আর উদারতার সঙ্গেই গ্রহণ করা হয়েছে।’ সূত্র: এএফপি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!