• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রোটিয়াদের লক্ষ্য হোয়াইটওয়াশ, লজ্জা এড়াতে চায় শ্রীলঙ্কা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৯, ২০১৭, ০৮:৩৭ পিএম
প্রোটিয়াদের লক্ষ্য হোয়াইটওয়াশ,  লজ্জা এড়াতে চায় শ্রীলঙ্কা

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচের সবক’টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি জিতে লংঙ্কানদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে চায় প্রোটিয়ারা। তবে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চায় শ্রীলঙ্কা। এমন লক্ষ্য নিয়েই শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সেঞ্চুরিয়ানে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে দু’দল।

তিন ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের পর টুয়েন্টি টুয়েন্টি সিরিজ হারে দক্ষিণ আফ্রিকা। তবে ওয়ানডে সিরিজে নিজেদের সেরা ফর্মই দেখিয়েছে প্রোটিয়ারা। ইতোমধ্যে সিরিজে ৪-০ ব্যবধানে লিড নিয়েছে স্বাগতিকরা। তাই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদ দেয়ার দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা। এই সুযোগটা কাজে লাগাতে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, ‘শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের সুযোগ পেয়েছি আমরা। এই সুযোগটি কাজে লাগাতে চাই। পুরো সিরিজেই দল ভালো খেলেছে। আশা করছি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে দল ভালো ক্রিকেট খেলবে এবং লক্ষ্য পূরণ করতে পারবে।’

প্রথম চার ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি শ্রীলংকা। তাই হোয়াইটওয়াশের লজ্জার সম্মুখীন তারা। তবে পঞ্চম ও শেষ ম্যাচে ভালো খেলে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে বদ্ধ পরিকর শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থারাঙ্গা, ‘প্রথম চার ম্যাচ নিয়ে আমরা এখন আর ভাবছি না। জয় দিয়ে এবারের সফর শেষ করতে চাই। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই আসল লক্ষ্য আমাদের।’

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হামিশ আমলা, ফারহান বেহারদিয়ান, কুইন্ট ডি কক (উইকেটরক্ষক), জিন পল ডুমিনি, ফাফ ডু-প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, আন্দিল ফেলুকুয়াইও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি।

শ্রীলঙ্কা স্কোয়াড: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দীনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, লাহিরু মাদুশঙ্কা, আসিলা গুনারত্নে, সানদুন ওয়েরাকোদি, লাহিরু কুমারা, জেফরি ভ্যান্ডারসে, ভিকুম সঞ্জয়, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমল, কুশাল মেন্ডিস, চাতুরঙ্গা ডি সিলভা, সাচিত্র পাথিরানা ও লক্ষণ সান্দাকান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!