• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্র্যাকটিস ম্যাচেই সর্বশক্তি প্রয়োগে প্রস্তুত শঙ্কিত লঙ্কানরা


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২১, ২০১৭, ০৮:১৩ পিএম
প্র্যাকটিস ম্যাচেই সর্বশক্তি প্রয়োগে প্রস্তুত শঙ্কিত লঙ্কানরা

ঢাকা: হ্যাঁ, এটাকে সর্বশক্তি প্রয়োগই বলা যায়। অনুশীলন ম্যাচে জাতীয় দলের খেলোয়ার রাখার কোনো প্রয়োজন আছে? এক কথায় নেই। তবে কেন এমনটি করছে শ্রীলঙ্কা? এর শানে নুযুলটা রয়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে টাইগারদের অবিস্মরণীয় জয়ের মধ্যে।

শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল যখন ‘অনভিজ্ঞ’ টাইগারদের প্রতিরোধ করতে পারলো না- তখন তো কিছু কথা থেকেই যায়। সত্যিই, এমন পরাজয় মানতে কষ্ট হচ্ছে লঙ্কানদের। বলতে কি ক্ষোভও বেড়েছে তাদের। আমাদের জানা আছে, আত্মবিশ্বাসের ঘাটতি হলে অনেক সময় সেটা মানসিক উত্তেজনাও বাড়িয়ে দেয়।

সেই উত্তেজনার প্রমাণ দেখা গেছে তাদের গণমাধ্যমেও। তারা সাফ বলে দিয়েছে, লঙ্কান ক্রিকেটের নাকি মৃত্যু হয়ে গেছে! পরাজয়ের ধকল যেন সামলাতে পারছে না দেশটি। গোটা দেশ জুড়ে চলছে শোকসভা!

বলতে কি, আগামী ২৫ মার্চ ডাম্বুলায় যে ফরম্যাটের ক্রিকেট শুরু হচ্ছে সেই ওয়ানডে টাইগারদের ভীষণ প্রিয়। এ ফরমেটের ক্রিকেটে কয়েক বছর ধরেই ঘরে-বাইরে দাপট দেখিয়ে যাচ্ছে মাশরাফির টিম। তাহলে এখন এটা পরিষ্কার যে, লঙ্কানরা ‘অনভিজ্ঞ’ টাইগারদের কোনোভাবেই হালকা হিসেবে নিচ্ছে না। তারই নমুনা পাওয়া গেল অনুশীলন ম্যাচের দল দেখে।

টাইগারদের হুংকার তাদের আত্মবিশ্বাসে এতোটাই চিড় ধরিয়েছে যে, টাইগারদের বিরুদ্ধে তাদের স্টকের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোই প্রয়োগ করতে চাইছে। তাই ২৫ মার্চ শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ দলে টাইগারদের বিপক্ষে প্রস্তুত করা হচ্ছে সবচেয়ে শক্তি স্কোয়াড, যারা কিনা জাতীয় দলের এক একজন স্টার।

আর সেই দলের অধিনায়ক করা হয়েছে সেই মিলিন্দা শ্রীবর্ধনেকে যার ঝুলিতে রয়েছে পাঁচটি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। স্টারদের অনেকের রয়েছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দারুণ অভিজ্ঞতাও। তারা কোনোভাবেই চাইবে না পরাজয়ের ক্ষোভ গ্লানি আর হতাশা প্র্যাকটিস ম্যাচের ওপর চেপে বসুক।

শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ: মিলিন্দা শ্রীবর্ধনে (অধিনায়ক), কুশল পেরেরা, দিলশান মুনাবিরা, সান্দান বিরাকোডি, ধনঞ্জয়া ডি সিলভা, চতুরঙ্গা ডি সিলভা, থিসারা পেরেরা, লাহিরু মাদুসানকা, দাসুন শানাকা, আকিলা ধনঞ্জয়া, সচীথ পাথিরানা, বিনুরা ফার্নান্দো।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!