• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্লাস্টিকের বাঁধাকপি খেয়ে অসুস্থ (ভিডিও)


নিউজ ডেস্ক আগস্ট ২৩, ২০১৭, ০৫:৪৫ পিএম
প্লাস্টিকের বাঁধাকপি খেয়ে অসুস্থ (ভিডিও)

ঢাকা: প্লাস্টিকের ডিম ও চালের পর এবার সেই তালিকা যোগ হলো বাঁধাকপির নাম। বাজার থেকে কিনে আনা সেই বাঁধাকপি খেয়ে দুই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। ভারতের হুগলি জেলার রিষড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাজার থেকে বাঁধাকপি কিনে আনেন রিষড়ার বাসিন্দা সঞ্জয় ঠাকুর। সেই রান্নাকরা কপি তারা পরিবারের সবাই খান। খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে দুই সদস্য। এতে তার সন্দেহ হয়।

কপির পাতাগুলো ভাল করে দেখে তা আগুনে পোড়ানোর ব্যবস্থা করেন তিনি। এবার দেখেন, পাতাগুলো থেকে প্লাস্টিকের গন্ধ বের হচ্ছে। পরে তিনি বিষয়টি প্রতিবেশিকে ডেকে জানান।

বাজারে বাঁধাকপি আসায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার লোকজন। তারা বিষয়টি তদন্তের জন্য প্রশাসনকে জানিয়েছেন। বাঁধাকপিটি পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

দেখুন ভিডিওতে

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!