• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্লে-অফে চার নম্বর দলের নাম জানা যাবে আজ


ক্রীড়া ডেস্ক মে ২০, ২০১৮, ০৩:০০ পিএম
প্লে-অফে চার নম্বর দলের নাম জানা যাবে আজ

ঢাকা: আইপিএল প্লে-অফের তিনটি দলের জায়গা নিশ্চিত হয়ে গেলেও চতুর্থ দলটি কারা ও শেষ পর্যন্ত প্লে-অফে কে কার মুখোমুখি হবে, তা রোববার রাতের আগে জানা জানা যাবে না।

মঙ্গলবার মুম্বাইয়ে কোয়ালিফায়ার ১-এ কোন দুই দলের লড়াই ও বুধবার ইডেনে এলিমিনেটরে কাদের দ্বৈরথ, তা জানার জন্য রোববার রাত পর্যন্ত অপেক্ষা করতেই হবে। যতক্ষণ না দিল্লির ফিরোজ শাহ কোটলায় মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস ও পুণেতে চেন্নাই সুপার কিংস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচ শেষ হচ্ছে।

প্রতি ম্যাচের পর যেভাবে লিগ টেবিলে দলগুলোর অবস্থান বদলে যাচ্ছে, তাতে অঙ্কের হিসাবই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শনিবার রাজস্থান রয়্যালসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরে যাওয়ায় মুম্বাইয়ের প্লে-অফের রাস্তা কিছুটা সহজ হয়ে গেল। রোববার জিতলে রোহিত শর্মারাই প্লে-অফে যাবে। আর তাঁরা হারলে উঠবেন আজিঙ্কা রাহানেরা। তবু অঙ্কের হিসেবে পাঞ্জাবের ক্ষীণ সম্ভাবনা থাকছেই।

সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাইয়ের পরে লিগ টেবিলে কলকাতা নাইট রাইডার্স। শনিবার রাতে টেবিলে দীনেশ কার্তিকরা তিন নম্বরে থাকলেও শেষ পর্যন্ত চেন্নাইকে সরিয়ে দুই নম্বরে উঠে আসতে পারেন কি না, সেটাই দেখার। এটা অবশ্য নাইটদের হাতে নেই। বরং ধোনিরাই রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে তা ঠিক করবেন।

তবে নেট রান রেটে চেন্নাই (০.২২০) কেকেআরের (-০.০৭০) চেয়ে এতটাই এগিয়ে যে, সুরেশ রায়নারা রোববার অস্বাভাবিক ব্যবধানে না হারলে তাদের তিনে নামার সম্ভাবনা কম। তবে হায়দরাবাদের যা নেট রান রেট (০.২৮৪) রোববার ধোনিরা জিতে এক নম্বরেও উঠে যেতে পারেন।

রাজস্থান শনিবার বেঙ্গালুরুকে হারানোয় কিংস ইলেভেন পাঞ্জাবের প্লে-অফে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে গেল। রাজস্থানের নেট রান রেটের (-০.২৪৬) সঙ্গে তাদের নেট রান রেটের (-০.৪৯০) যে তফাৎ, তা মেটাতে রবিচন্দ্রন অশ্বিনের দলকে বড় ব্যবধানে জিততে হবে। তাই মুম্বাই যদি দিল্লির কাছে হেরে যায়, তাহলে রাজস্থানের প্লে-অফে যাওয়ার রাস্তা পরিস্কার হয়ে যাবে। অন্য দিকে, শেষ তিন ম্যাচের মধ্যে দুটিতেই জিতেছে মুম্বাই। শেষ ম্যাচটা কার্যত তাঁদের কাছে নক আউট ম্যাচ।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!