• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফখরুলের গাড়ি বহর চাপা দিয়েছিল দুই যুবককে!


চট্টগ্রাম প্রতিনিধি জুন ২২, ২০১৭, ০৪:১৭ পিএম
ফখরুলের গাড়ি বহর চাপা দিয়েছিল দুই যুবককে!

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহর স্থানীয় মহসিন ও আবদুল আজিজ ইমনকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা প্রতিবাদ জানালে তারা (বিএনপি নেতারা) গাড়ি থেকে নেমে পাশে থাকা দুটি সিএনজিও ভাঙচুর করে।

এসব অভিযোগ এনে গাড়ি বহরে হামলার ঘটনায় পাল্টা মামলা হয়েছে। স্থানীয় মহসিন নামে এক যুবক বাদী হয়ে বৃহস্পতিবার (২২ জুন)  চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি করেন।

মামলায় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শওকত আলী নূরসহ ২৬ জনকে আসামি এবং ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। দ্রুত বিচারের ৪ ও ৫ ধারায় মামলাটি দায়ের করার পর তা তদন্ত করতে পিআইবিকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মহানগর তৃতীয় দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিখিল কুমার নাথ।

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত-আহতদের পরিবারকে ত্রাণ সহায়তা দিতে গত ১৯ জুন ওই এলাকায় যাওয়ার পথে হামলার শিকার হন বিএনপির মহাসচিব। ঘটনার তিন দিন পর বুধবার বেলা ১১টার দিকে ওই ঘটনায় আদালতে মামলা দায়ের করেন অ্যাডভোকেট এনামুল হক। মামলায় ২৬ জনের নাম উল্লেখ এবং আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!