• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফখরুলের গাড়িতে হামলায় আদালতে মামলা


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জুন ২১, ২০১৭, ০১:০২ পিএম
ফখরুলের গাড়িতে হামলায় আদালতে মামলা

চট্টগ্রাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (২১ জুন) বেলা ১১টার দিকে চট্টগ্রাম অতিরিক্ত চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ’র আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক।

দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় দাখিল করা অভিযোগে ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার বলেন, ঘটনাস্থলে যারা ছিল তাদের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। নির্দেশদাতা কিংবা পরিকল্পনাকারী হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। আদালত অভিযোগ গ্রহণ করে এই বিষয়ে আদেশ পরবর্তীতে দেবেন বলে জানিয়েছেন।

গত রোববার সকাল ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এলাকায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য রাঙামাটিতে ত্রাণ নিয়ে যাবার পথে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর রাঙামাটি যেতে না পেরে চট্টগ্রামে ফিরে আসেন মির্জা ফখরুলের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলটি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!