• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নেপ ডিজি নিহত


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম মে ১৩, ২০১৭, ১০:৪৪ এএম
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নেপ ডিজি নিহত

চট্টগ্রাম: ফটিকছড়ির পৌর সদরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান (৫৫) নিহত হয়েছেন।

এদুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষা কর্মকর্তা, এক কর্মচারী এবং তাদের গাড়ির চালকসহ ৬ জন।

শনিবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় ফটিকছড়ি পৌর সদরের আনন্দপুর কমিউনিটি সেন্টারের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশনের (নেপ) মহাপরিচালক (ডিজি) ছিলেন।

আহত অন্যরা হলেন- চট্টগ্রাম পিটিআইর (প্রাইমারি টিচার ট্রেইনিং ইনস্টিটিউট) সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার, পটিয়া পিটিআইর সুপারিনটেনডেন্ট মুশফেকা বিনতে সুলতান, পিটিআইর পিয়ন সাইফুল এবং গাড়িচালক আলী হোসেন।

পুলিশ জানায়, ডিজিসহ কর্মকর্তারা একটি মাইক্রোবাসে করে সকালে খাগড়াছড়ি যাচ্ছিলেন। ফটিকছড়ি পৌর সদরের আনন্দপুর কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছলে লোহাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে আনা হলে ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!