• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফরিদপুর যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন


ফরিদপুর প্রতিনিধি মার্চ ২৬, ২০১৭, ১২:২৩ পিএম
ফরিদপুর যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

ফরিদপুর : ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। রোববার (২৬ মার্চ) সকালে তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শহরের গোয়ালচামট এলাকায় স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পক্ষে পুষ্পার্ঘ অর্পন ,জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, ফরিদপুর প্রেসক্লাবসহ পর্যায়ক্রমে বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুবাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, শহর আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল উপস্থিত ছিলেন।

শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে এক মিনিট নিরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। বেলা সাড়ে আটটায় জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!