• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে চাঞ্চল্যকর দুই ছিনতাইকারী আটক


ফরিদপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ০৬:১২ পিএম
ফরিদপুরে চাঞ্চল্যকর দুই ছিনতাইকারী আটক

ফরিদপুর : জেলা শহরে সংঘটিত আলোচিত দুই ছিনতাইকারীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি)  দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে কোতয়ালী থানা পুলিশ জানায়।

আটক দুইজন সদর উপজেলার রঘুনন্দনপুর গ্রামের মো. ফারুক শেখের ছেলে শরীফুল ইসলাম (২৮) ও শহরের মোল্লাবাড়ি এলাকার মৃত আবদুস সামাদ মাতুব্বরের ছেলে হাবিবুর রহমান টিটো (২০)।

উল্লেখ্য যে, গত ১৭ ফেব্রুয়ারি সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স অনীমা ভৌমিক। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচদিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২২ ফেব্রুয়ারি মারা যান অনীমা।

ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার আলফাডাঙ্গা উপজেলার শ্বশুরবাড়ি থেকে শরীফুল ইসলামকে আটক করা হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমানকে আটক করা হয়।

আটক দুইজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!