• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফাঁস হল উত্তরা ব্যাংকের প্রশ্ন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০১৭, ০৯:২৯ পিএম
ফাঁস হল উত্তরা ব্যাংকের প্রশ্ন

ঢাকা: বেসরকারি উত্তরা ব্যাংকের অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে। শুক্রবার(২৪ নভেম্বর) বিকেল ৩টায় নির্ধারিত পরীক্ষা শুরুর অনেক আগেই প্রশ্নফাঁস হয়ে যায় বলে অভিযোগ পরীক্ষার্থীদের।

ফাঁস হওয়া কপিগুলো সাদা কাগজে হাতে লেখা। প্রশ্নের নম্বরের পাশাপাশি উত্তরও লেখা আছে বলে জানান পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে চাকরিপ্রার্থীরা আরো জানান, তারা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার প্রশ্ন ছিল ৩ সেট। যে উত্তরপত্রগুলো মিলেছে সেটি সেট-২।

এরআগে গত ২২ আগস্ট প্রবেশনারি অফিসার ও সহকারী অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে উত্তরা ব্যাংক। এতে আবেদন করেন প্রায় ৫২ হাজার পরীক্ষার্থী।

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরোর অধীনে প্রিলিমিনারি (প্রাথমিক বাছাই) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফাঁস হওয়া প্রশ্নের বিষয়ে ঢাবির অর্থনৈতিক গবেষণা ব্যুরোর প্রধান অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, এটি প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!