• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফাইনালের কথা ভাবতেও পারেননি মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৭, ০১:০৩ এএম
ফাইনালের কথা ভাবতেও পারেননি মাশরাফি

ঢাকা: সিলেটে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়ে দারুন শুরু করেছিল রংপুর  রাইডার্স। কিন্তু এরপরই খেই হারিয়ে ফেলে দলটি। টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে যায় রংপুর। ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালামের দিকে তাকিয়ে ছিল উত্তরের দলটি। টিম ম্যানেজম্যান্টের প্রত্যাশা ছিল, এই দুজনের উপস্থিতি বদলে দেবে দলের চেহারা। আদতে তা হয়নি। ১২ ম্যাচে ৬ জয় নিয়ে কোনোমতে প্লে-অফ নিশ্চিত করে রংপুর। এর মধ্যে বেশিরভাগ ম্যাচই দলটি জিতেছে শেষ ওভারের রোমাঞ্চ জাগিয়ে।

সেই দলটিই প্লে-অফে এসে দুর্দান্ত এক দলে পরিণত হয়েছে। এলিমিনেটরে ক্রিস গেইল একাই হারিয়েছেন খুলনা টাইটান্সকে। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে জনসন চার্লস ও ব্রেন্ডন ম্যাককালামের কাছে পাত্তাই পায়নি  কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তৃতীয় উইকেটে দু’জনের ১৫১ রানের জুটিই তামিমের দলকে ম্যাচ থেকে ছিটকে ফেলে দিয়েছে।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলেই দলটি ফাইনালে। অবশ্য মাশরাফি এ পর্যন্ত আসার জন্য দেশি-বিদেশি সকলকেই কৃতিত্ব দিলেন,‘ টুর্নামেন্টের দিকে যদি তাকাই,  ফাইনালে খেলব চিন্তাও করতে পারিনি। এর কৃতিত্ব আমি খেলোয়াড়দের দেব। বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের। তারা চেষ্টা করেছে। শুধু নিজেদের জন্য নয়, দলের জন্য। আমাদের স্থানীয় যারা আছে তাদের কৃতিত্ব দেব। এই সংস্করণে যারা (বিদেশি) ভালো খেলে তারা স্থানীয়দের বুঝিয়েছে যে কিভাবে ভালো খেলতে হবে। পুরো দলীয় প্রচেষ্টায় আমরা এখানে এসেছি।’

মাঝে হারের বৃত্তে আটকা পড়েছিল রংপুর। সেখান থেকে এ পর্যন্ত কিভাবে আসা সম্ভব হলো সেটি নিয়েও কথা বলতে হলো মাশরাফিকে। তিনি বললেন, ‘আমাদের দলের ভারসাম্য ভালো ছিল। দলে খুব একটা পরিবর্তন করিনি। আরেকটা বিষয় আপনি যখন জানবেন  চতুর্থ দল ( প্লে-অফ) হিসেবে খেলছেন তখন নিজের ওপর চাপ থাকে না। যখন এক-দুইয়ে থাকবেন, পুরো টুর্নামেন্টে ভালো খেলবেন তখন নিজেদের ওপর বাড়তি চাপ থাকে। আমরা জানি আমাদের  দুটি সেমিফাইনাল খেলতে হবে।আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমাদের পরিকল্পনা ছিল শুরু থেকেই আক্রমণে যাওয়া। তাতে আমাদের পক্ষে ম্যাচ আসতেও পারে নাও আসতে পারে। প্রথম দিকে দেখেশুনে চেষ্টা করেছি, হয় না। আমাদের তারকা ওপেনাররা চেয়েছে, তারা এভাবেই ব্যাটিং করবে। শেষ পর্যন্ত এটা আমাদের পক্ষে এসেছে।’

 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!