• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফারিয়ার ‘আল্লাহ মেহেরবান’ সরিয়ে নিল জাজ


বিনোদন প্রতিবেদক মে ৩০, ২০১৭, ০৩:১০ পিএম
ফারিয়ার ‘আল্লাহ মেহেরবান’ সরিয়ে নিল জাজ

ঢাকা: ২৬ মে জাজ মাল্টিমিডিয়া তার নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ দেয় এবারের ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা সবচেয়ে আলোচিত সিনেমা ‘বস-২’-এর একটি আইটেম গান। ‘আল্লাহ মেহেরবান’ নামের গানটি রিলিজের পর পরই সোশাল সাইটে উঠে সমালোচনার ঝড়। আল্লাহর নাম নিয়ে নায়িকা নুসরাত ফারিয়াকে কেনো অশ্লীল ভঙ্গিতে নাচানো হলো, তার প্রতিবাদে ইউটিউব ও সোশাল সাইটে ছবির পরিচালক, প্রযোজক ও নায়িকা নুসরাত ফারিয়াকে তুমুল গালমন্দ করেন ধর্মপ্রাণ মানুষ। শুধু তাই না, গানটি সরিয়ে নিতে একাধিক আইনি নোটিশও হাতে পায় জাজ। তারেই পরিপ্রেক্ষিতে গানটি সরিয়ে নিতে বাধ্য হলো জাজ।

২৯ মে দিবাগত রাত থেকেই জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে না তুমুল বিতর্কিত ‘আল্লাহ মেহেরবান’ নামের গানটি। ধারনা করা হচ্ছে, সুপ্রীম কোর্টের এক আইনজীবী রোববার সকালে ছবির প্রযোজককে গানটি ইউটিউব থেকে সরিয়ে নিতে তিন দিনের আইনি হুমকি দেন।

নোটিশে বলা হয়, আল্লাহর নামে মদ ও স্বল্প পোশাকে নারীদেহ প্রদর্শন করে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে। এ গানের চিত্রায়ন ও দৃশ্যায়নের মাধ্যমে আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।  অতিদ্রুত ইউটিউব থেকে এ ভিডিও সম্বলিত গানটি অপসারণ করতে বলা হয়েছে। আর সে কারণেই নিজেদের আইনজীবীর পরামর্শে ইউটিউব থেকে গানটি সরিয়ে নিলো জাজ।

তোপের মুখে জাজ মাল্টিমিডিয়া তাদের ইউটিউব চ্যানেল থেকে বিতর্কিত এই গানটি সরিয়ে নিলেও গানটি এখনো চিত্রনায়ক জিতের প্রযোজনা প্রতিষ্ঠান গ্রাসরুটের ইউটিউব চ্যানেলে রয়েছে।  

জিৎ, নুসরাত ফারিয়া ও শুভশ্রী ছাড়াও বাবা যাদব পরিচালিত ‘বস-২’ ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান, সীমান্ত প্রমুখ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি আসছে ঈদে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।    
সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!