• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফাহমিদা খাতুন সিপিডির নতুন নির্বাহী পরিচালক


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ০৮:২৭ পিএম
ফাহমিদা খাতুন সিপিডির নতুন নির্বাহী পরিচালক

ঢাকা: অর্থনীতি  নিয়ে গবেষণাকারি বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নতুন নির্বাহী পরিচালক হয়েছেন ড. ফাহমিদা খাতুন। তিনি এর আগে প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক হিসেবে ছিলেন। চলতি বছরের মার্চ মাস থেকে তার মেয়াদ শুরু হবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সিপিডির বোর্ড অফ ট্রাস্টিজের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান এখন থেকে সিপিডির সম্মানীয় ফেলো হিসেবে কাজ করবেন। সভায় ২০১৬ সালের বার্ষিক হিসাব এবং ২০১৭ সালের জন্য প্রস্তাবিত বাজেট, সিপিডির গবেষণা, ও সংলাপ বিষয়ক কার্যক্রমের পরিকল্পনা অনুমোদন করেন।

সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভায় উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, এপেক্স গ্রুপের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, নিজেরা করি সংগঠনের সমন্বয়ক খুশী কবির, সিপিডি-র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির নির্বাহী পরিচালক ও বোর্ডের সদস্য সচিব অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!