• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিক্সিংয়ে জড়িত ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৬, ২০১৮, ০৮:১৩ পিএম
ফিক্সিংয়ে জড়িত ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

ফাইল ফটো

ঢাকা: আবার বিতর্কে ক্রিকেট। কিছুদিন আগে বল-বিকৃতি কাণ্ড এখনও মুছে যায়নি। এর মধ্যে নতুন বিতর্ক ক্রিকেটে। এবার ভারতীয় এক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ২০১১ বিশ্বকাপের সময় ফিক্সিং করেছেন। সেই বিশ্বকাপের ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত। এটি ছিল তাদের ২৮ বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব।

২০১১ বিশ্বকাপ ফাইনালে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিলেন ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। ধোনিদের বিশ্বকাপ জয়ের ৭ বছর পর ভারতের বিশ্বকাপ জয়ী দলের এক সদস্যের ক্রিকেট ফিক্সিং চক্রের সঙ্গে জড়িয়ে থাকার বিষয়টি সামনে আসছে।

গত বছর জয়পুরে অনুষ্ঠিত রাজপুতনা প্রিমিয়ার লিগ (আরপিএল) নামের টি-টোয়েন্টি লিগে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি সামনে আসে। রাজস্থান পুলিশ পুরো বিষয়টিতে জয়পুরের এক হোটেল থেকে ১৪ জনকে গ্রেপ্তার করে। পরে মামলাটি সিআইডির হাতে যায়।

এই বিতর্কিত ক্রিকেট লিগটির বেটিং চক্রের সঙ্গেই ভারতের এক সদস্যের যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন তদন্তে থাকা কর্মকর্তারা। তবে ক্রিকেটারটির নাম জানানো হয়নি৷যদিও সন্দেহভাজন ক্রিকেটারের উপর নজর রাখছে তদন্তকারী সংস্থা।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!