• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফিক্সিংয়ের হোতা ভারতীয়রা স্বয়ং আইসিসি কর্তার অভিমত


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৯, ২০১৮, ০২:৩৬ পিএম
ফিক্সিংয়ের হোতা ভারতীয়রা স্বয়ং আইসিসি কর্তার অভিমত

ঢাকা: শ্রীলঙ্কা ক্রিকেটের দুর্নীতি নিয়ে তদন্ত করছে আইসিসি। যেখানে জড়িয়ে গেছে সনাৎ জয়াসুরিয়ার নাম। আইসিসির পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে, আরও বড় নাম বেড়িয়ে আসবে। এর মাঝেই আরও একটি ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে আইসিসি।

সংস্থাটির দুর্নীতি দমন শাখার আলেক্স মার্শাল জানিয়েছেন, ক্রিকেট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বেশির ভাগ দুর্নীতিগ্রস্ত জুয়াড়িই ভারতীয়। একটি ওয়েবসাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে ক্রিকেট ফিক্সিং তদন্তের দায়িত্বে থাকা মার্শাল বলেছেন, ‘শ্রীলঙ্কায় আমরা দেখেছি, জুয়াড়িরা হয় স্থানীয় নয় তো ভারতীয়। কিন্তু বিশ্বের বেশির ভাগ জায়গায় দেখা যাচ্ছে, দুর্নীতিগ্রস্ত জুয়াড়িরা প্রায় সবাই ভারতীয়।’

মার্শাল এমন দিনে এই কথা বললেন, যেদিন আবার নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের লেগস্পিনার দানিশ কানেরিয়া। তিনি যে জুয়াড়ির কথা বলেছেন সেই অনুভট্টও ভারতীয়। এই মুহূর্তে শ্রীলঙ্কা ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ডের সঙ্গে। যেখানে আইসিসি সব সন্দেহভাজন ব্যক্তিদের ছবি দেখায় দু’দলের ক্রিকেটারদের।

মার্শাল বলেন, ‘এমন লোকেদের ছবি আমরা দেখিয়েছি, যারা বিশ্বের বিভিন্ন জায়গায় ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক গড়তে চাইছে।’ আইসিসি আপাতত ১২ থেকে ২০ জনের ওপর নজর রেখেছে। যাদের মধ্যে ছয়জন ক্রিকেট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

মার্শাল বলেছেন, ‘আমরা ছয়জনের ছবি দেখিয়েছি। তবে নজরে আরও ১২ থেকে ২০ জন আছে। যাদের ছবি দেখানো হয়েছে, তারা সবাই পুরুষ। তবে এর বাইরে দু’জন মহিলার ওপরও আমাদের নজর আছে।’  

জুয়াড়িদের তালিকায় ভারতীয়দের নাম সবার ওপরে থাকলেও আইসিসির নজর এখন শ্রীলঙ্কার ওপর। মার্শাল বলেছেন, ‘বেশ কয়েকটি দেশ নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। এদের মধ্যে শ্রীলঙ্কাও আছে। এসব দেশ থেকে এত রিপোর্ট আসছে আর এত তদন্ত হচ্ছে যে, বোঝা যায়, দুর্নীতির ছায়া খুব ভাল ভাবে আছে।’

এরপর মার্শাল যোগ করেন, ‘গত ১২ মাসে সব চেয়ে বেশি তদন্তের ঘটনা ঘটেছে শ্রীলঙ্কা ক্রিকেট নিয়ে। দুই নম্বরে আছে জিম্বাবুয়ে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!