• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬৫, সর্বোচ্চ ১৬৫০


নিজস্ব প্রতিবেদক জুন ১৫, ২০১৬, ০১:৩৯ পিএম
ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬৫, সর্বোচ্চ ১৬৫০

এবারের ঈদ-উল ফিতরের সাদকাতুল ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা এবং সর্বোচ্চ ১৬৫০ টাকা।

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত হয়।

১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।

এই হিসাবে এবার সর্বনিম্ন ৬৫ টাকা থেকে ১৬৫০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!