• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিদে রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মাসুম


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৬, ২০১৬, ১০:০৫ এএম
ফিদে রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মাসুম

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মহনগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের মোঃ মাসুম হোসেন অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। মাসুম ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা নিশ্চিত করেন। 

এছাড়া, সাড়ে সাত পয়েন্ট নিয়ে মোঃ সোহাগ হোসেন রানার-আপ হয়েছেন। সাত পয়েন্ট নিয়ে টাই-ব্রেকিংয়ে তৃতীয় হতে অষ্টম স্থান লাভ করেন যথাক্রমে মোঃ আনিসুজ্জামান জুয়েল, দেওয়ান শহিদুঃল আমিন, মোহাম্মদ ফরহাদুর রহমান, শাহনাজ মোহাম্মদ ফারুক, বেলাল হোসেন ও মোঃ নাসিম হোসেন ভূঁইয়া। সাড়ে ছয় পয়েন্ট পান ১৭ জন খেলোয়াড়। টাইব্রেকিংয়ে তাদের মধ্যে ৯ম হতে ১৬তম স্থান পেয়েছেন যথাক্রমে মোহাম্মদ সিরাজুল কবীর, নয়ন কুমার মোহন্ত, মোঃ জাকারিয়া, মোঃ আবজিদ রহমান, গিয়াস উদ্দিন মিঠু, মোঃ শাহাদাত শামসুর, মোঃ শরিয়তউল্লাহ ও মোঃ জাফরুল ইসলাম। শীর্ষস্থান প্রাপ্ত ১৬ জন খেলোয়াড় ৪২তম জাতীয় ‘বি’ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন। নবম রাউন্ডের খেলায় মাসুম সিরাজুল কবীরকে, সোহাগ নয়নকে, বেলাল শিবুকে পরাজিত করেন। জুয়েল ফরহাদের সাথে, শহিদুল শাহনাজের সাথে, আবজিদ আলমগীরের সাথে, শরিয়ত জাবেরের সাথে ও জাকারিয়া জাফরুলের সাথে ড্র করেন। ৯ রাউন্ডয সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ১৯৮জন খেলোয়াড় অংশ নেন।

এদিকে, ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বর শহরে অনুষ্ঠানরত বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ডের খেলা শেষে চেসকিউয়ের অভিক সরকার ৭ খেলায় ১.৫ পয়েন্ট পেয়েছেন। অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় অভিক তাইপের হু চুয়ান চাইয়ের সাথে ড্র করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!