• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিফা র‌্যাংকিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০১৭, ০৯:২৮ পিএম
ফিফা র‌্যাংকিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ

ঢাকা: সদ্য প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে আগের অবস্থানেই আছে বাংলাদেশ। ভুটানের কাছে ৩-১ গোলে হারের পর ১৮৮তম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ। গত মাসে আরও দুই ধাপ পিছিয়ে ১৯০ নম্বরে নেমে যায় তারা। চলতি মাসের র‌্যাংকিংয়েও আগের অবস্থানে রয়েছে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে ভারত (১৩০)। এর পরের অবস্থানে আছে মালদ্বীপ (১৪০), আফগানিস্তান (১৪৫), নেপাল (১৭৩) ও ভুটান (১৭৭)। বাংলাদেশের পরে আছে শ্রীলঙ্কা (১৯৬) ও পাকিস্তান (১৯৮)।

এদিকে র‌্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে নেইমারের ব্রাজিল। পরের তিনটি স্থানও অপরিবর্তিত আছে (জার্মানি, চিলি ও বেলজিয়াম)। কলম্বিয়াকে টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ফ্রান্স। সাত থেকে দশে আছে যথাক্রমে পর্তুগাল, উরুগুয়ে এবং স্পেন। র‌্যাংকিংয়ে সবচেয়ে উন্নতি আফ্রিকান চ্যাম্পিয়ন ক্যামেরুনের। ২৯ ধাপ এগিয়ে এখন ৩৩ নম্বরে রয়েছে দলটি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!