• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিফার বর্ষসেরা মেসি-রোনালদো না গ্রিজম্যান


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৩, ২০১৬, ০২:০০ পিএম
ফিফার বর্ষসেরা মেসি-রোনালদো না গ্রিজম্যান

ঢাকা: কে হবেন ফিফার বর্ষসেরা ফুটবলার? এই লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসির সঙ্গে আছেন অ্যান্তোনিও গ্রিজম্যান। তিন তারকার মধ্যে ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে রোনালদো। রিয়াল মাদ্রিদকে সি আর সেভেন জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ। পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো।  

মেসিও কম যাননি। গত মৌসুমে ক্লাব ফুটবলে একের পর এক গোল করেছেন। অন্যদিকে ফ্রান্সকে ইউরোর ফাইনালে তুলতে বড় ভুমিকা রেখেছেন গ্রিজম্যান। তাই তার নামও উচ্চারণ হচ্ছে মেসি-রোনালদোর পাশে। তাছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে সফল এক মৌসুম কাটিয়েছেন গ্রিজম্যান।

সেরা নারী ফুটবলারের তালিকায় আছেন, ব্রাজিলের মার্তা, জার্মানির মেলানি বেহেরিঙ্গার ও আমেরিকার কার্লি লয়েড। ৯ জানুয়ারী জুরিখে সেরাদের হাতে তুলে দেবে ফিফা। পুরস্কার দেওয়া হবে সেরা কোচকেও। এই তালিকায় মনোনিতরা হলেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান, লেস্টার সিটির রানিয়েরি ও পর্তুগালের ফার্নান্দো সান্তোস।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই 
 

Wordbridge School
Link copied!