• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিফার বর্ষসেরা লড়াইয়ে রোনালদো-মেসি-নেইমার


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০১৭, ১২:৩৬ পিএম
ফিফার বর্ষসেরা লড়াইয়ে রোনালদো-মেসি-নেইমার

ঢাকা: ফিফার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে আবার সেরা তিন তারকা৷ ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমার৷ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার সেরা খেলোয়াড়ের লড়াইয়ে টানা তিন বছর চূড়ান্ত বাছাই পর্বে জায়গা পেলেন সিআর সেভেন, এমএল টেন এবং ওয়ান্ডার কিড৷

শুক্রবার (২২ সেপ্টেম্বর) লন্ডনে তিন জনের নামে নমিনেশন ঘোষণা করা হয়৷ পুরস্কার দেওয়া হবে ২৩ অক্টোবর লন্ডনের পাল্লাডিয়াম থ্রিয়েটারে৷ এ নিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে পাঁচবার মেসির সঙ্গে সম্মুখসমরে রোনালদো৷ টানা তিনবার রোনালদো-মেসির সঙ্গে সেরার লড়াইয়ে নাম লেখালেন নেইমার৷

রোনালদোর পায়ে স্প্যানিশ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ৷ টানা দু’বার রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ দিয়েছেন সিআর সেভেন৷ ১২টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রিয়াল তারকা৷ আর মেসি ও নেইমার বার্সেলোনাকে দিয়েছে কোপা ডেল রে৷ গত মৌসুমে ৩৭টি গোল করে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা ছিলেন মেসি৷ চলতি মৌসুমে অবশ্য বার্সার জার্সি ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

সেরা গোলরক্ষকের জন্য মনোনিত হয়েছেন জুভেন্টাস অধিনায়ক জিয়ানলুজি বুফোঁন৷ তাঁর নেতৃত্বে টানা ছয় বার সিরি-এ জিতেছে জুভেন্টাস৷ গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে  রানার্স আপ ছিল বুফোঁনের জুভেন্টাস৷ বুফোঁনের সঙ্গে লড়াইয়ে আছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেলর নাভাস এবং বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল ন্যুয়ার৷

সেরা কোচের লড়াই রিয়াল ম্যানেজার জিনেদিন জিদানের সঙ্গে টক্কর চেলসির অ্যান্তোনিও কোন্তে এবং জুভেন্টাসের অ্যালেগ্রির৷ আর মহিলা সেরা ফুটবলারের দৌড়ে রয়েছেন ভেনিজুয়েলার স্ট্রাইকার ডায়না ক্যাস্টেলানস, মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিফিল্ডার কার্লি লয়েড এবং নেদারল্যান্ডের লেইকে মার্টেনস৷

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!