• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফিরছেন বেল-ক্রুস, ইনজুরিতে রোনালদো


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৭, ২০১৬, ০৩:৫২ পিএম
ফিরছেন বেল-ক্রুস, ইনজুরিতে রোনালদো

ইনজুরি থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে মঙ্গলবার (১৬ আগস্ট) রিয়াল মাদ্রিদের প্রাক মৌসুমের ম্যাচে রেইমসের বিপক্ষে খেলা হচ্ছে না পর্তুগিজ অধিনায়কের। তবে গত মৌসুমের পর ক্লাবের হয়ে প্রথমবারের মতো মাঠে নামছেন গ্যারেথ বেল ও টনি ক্রুস। পর্তুগালের ইউরো জয়ের ম্যাচ থেকেই ইনজুরিতে ভুগছেন রোনালদো। সে ম্যাচে ফ্রান্সের বিপক্ষে দিমিত্রি পায়েতের বাজে ট্যাকেলের শিকার হন সিআর সেভেন। এরপর রোনালদো ও রিয়ালের আরেক পর্তুগিজ ফুটবলার পেপে অনুশীলন করেছেন। তবে ম্যাচে খেলানোর ব্যাপারে ঝুঁকি নেননি কোচ জিনেদিন জিদান।

এদিকে ইউরো চ্যাম্পিয়নসশিপে অংশ নিয়ে নিজ নিজ দেশের হয়ে ব্যস্ত সময় পার করেন বেল ও ক্রুস। যেখানে বেল খেলেছিলেন ওয়েলস ও ক্রুস খেলেন জার্মানির হয়ে। দুটি দলই আসরের সেমিফাইনালে খেলেছিল। প্রাক-মৌসুমের ম্যাচে জিদান বিশ্রাম দিয়েছিলেন তাদের। ফলে উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে জয়ের ম্যাচেও ছিলেন না তারা।

গত জুনে সার্জারি করা গোলরক্ষক কেইলর নাভাসও এ ম্যাচে খেলতে পারছেন না। অন্যদিকে সুপারকাপে সাইড বেঞ্চে থাকা করিম বেনজেমাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

রিয়াল মাদ্রিদ দল

গোলরক্ষক: ক্যাসিয়া, ইয়ানেজ
ডিফেন্ডার: কারবাহাল, রামোস, ভারানে, নোচো, মার্সেলো, দানিলো, লিনহার্ট, তিজেরা।
মিডফিল্ডার: ক্রুস, জেমস, কাসিমিরো, কোভাচিচ, মদ্রিচ, অ্যাসেনসিও, ইসকো, এনজো।
ফরোয়ার্ড: বেল, লুকাস, মোরাতা, মারিয়ানো

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!